মুন্সিগঞ্জের শ্রীনগর ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৮ হাজার ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, সোমবার (১৪ মার্চ) ভোর ৪টা হতে সকাল ৬টা পর্যন্ত র্যাব-১০ এর একটি দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন তিন দোকান বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২২ লাখ ৫৪ হাজার ৫০০ টাকার ৭ হাজার ৫১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেফতাররা হলেন, আবু তাহের (২১) ও হাইরুল আমিন ওরফে খাইরুল আমিন (২২)।
অন্যদিকে একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-১০ এর অপর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০১০ পিস ইয়াবাসহ মো. শহিদ (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে শ্রীনগর ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।