এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অংশ নিচ্ছে না প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানিকভাবে না বললেও জানা গেছে, পারিশ্রমিক ইস্যুতে আসন্ন ডিপিএল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে তারা। শেষ মুহূর্তে দোলেশ্বর না আসায় বাকি ১১ দল নিয়ে মাঠে গড়াবে এবারের ডিপিএল। এতে বেশ বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে বিসিবি।
মিরপুরে আজ (সোমবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই বিষয়টা আমরা টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি এবং ১১ দল নিয়েই সূচি করতে বাধ্য হয়েছি। আমাদের কাছে আর কোনো সুযোগ ছিল না। বোর্ডকে সিদ্ধান্তের জন্য দেওয়া হয়েছে, বোর্ড সিদ্ধান্ত নেবে। আইনি ব্যবস্থা নেওয়াসহ আমাদের টেকনিক্যাল বিষয়গুলো চলছে। শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা ভেবেই নেওয়া হবে।’
সঙ্গে যোগ করেন নিজামউদ্দিন, ‘এটা আমাদের জন্য একটু বিব্রতকর যে টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি একটা দল অংশ নিচ্ছে না বাংলাদেশের প্রধান একটা লিগে। ইতোমধ্যে সিসিডিএম বৈঠক করেছে এবং তাদের ছাড়াই আমরা সূচি করতে বাধ্য হয়েছি। বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’
গত ডিপিএলে শিরোপা না জিতলেও অধিনায়ক ফরহাদ রেজার নেতৃত্বে বেশ ভালো অবস্থানে ছিল প্রাইম দোলেশ্বর। লিগ পর্বে ১১ ম্যাচে ৭ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ছিল টেবিলের দ্বিতীয় স্থানে। সুপার লিগ পর্ব শেষ করেছিল তৃতীয় হয়ে। অথচ এবার দলবদলের সময় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) চিঠি দিয়ে জানিয়েছে, লিগে অংশ নেবে না তারা। বাধ্য হয়ে ১১টি দল নিয়েই লিগ পরিচালনা করতে হচ্ছে সিসিডিএমকে। অবধারিতভাবেই প্রিমিয়ার লিগ থেকে অবনমন হচ্ছে প্রাইম দোলেশ্বরের।
কারণ জানতে চাইলে নিজামউদ্দিন বললেন, ‘তারা নির্দিষ্ট কোনো কারণ বলেনি। লিগে অংশ নিতে অপারগতা জানিয়েছে। (খেলোয়াড়দের নিয়ে অসন্তোষ) এটা বোর্ড ও ক্লাবের বিষয়। গভর্নিং বডি হিসেবে আমাদের কাছে বিষয়টি আসলে আমরা বিষয়টি দেখার চেষ্টা করি। এখনও সেভাবেই হচ্ছে। কিন্তু অংশ না নেওয়া পুরো অন্যরকম বিষয়। বাইলজ দেখে, বোর্ডের সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নিব।’