শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শ্রাবন্তীকে নিয়ে বিজেপি নেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য!

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৪.৩০ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

সিনেমায় যতটা সাফল্য পেয়েছেন, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ততটাই যেন ব্যর্থতা। একের পর এক বিয়ে, রাজনীতিতে এসে ভোল বদল; এসব কারণে প্রতিনিয়তই সমালোচনার শিকার হতে হয় তাকে। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি।

গেল বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন শ্রাবন্তী। যদিও আগে তিনি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। তাই হঠাৎ গেরুয়া শিবিরে যাওয়ায় সমালোচিত হন নায়িকা।

বিজেপির হয়ে বিধানসভায় প্রার্থী হন শ্রাবন্তী। কিন্তু হেরে যান ভোটে। এরপর অনেকদিন রাজনীতি নিয়ে চুপচাপ ছিলেন। গেল নভেম্বরেই তিনি ঘোষণা দেন, বিজেপিতে আর থাকছেন না। শুধু তাই নয়, এখন আবার তিনি তৃণমূলের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তাই পুনরায় মমতার আঁচলে ফিরে এসেছেন বলেই ধরে নেওয়া যায়।

শ্রাবন্তীর এমন ভোল বদল নিয়ে সমালোচনা, কটাক্ষের অন্ত নেই। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথাগত রায়ও বিভিন্ন সময়ে তার সমালোচনা করেছেন। এবার তিনি কিছুটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শ্রাবন্তীকে নিয়ে।

তথাগত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে। যা পাবার পেয়েছে। তারপর পেশায় প্রত্যাবর্তন। বাই বাই রাজনীতি।’

এই মন্তব্য চোখে পড়েছে শ্রাবন্তীরও। তিনি তথাগতকে অসুস্থ ইঙ্গিত করে বলেছেন, ‘কেউ আমাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমি তো সেরকম হয়ে যাব না। এটা নিয়ে কিছু বলার নেই। বলতে চাইও না। তিনি মানসিকভাবে সুস্থ হয়ে উঠুন, এটাই কামনা করি।’

এদিকে শ্রাবন্তী বর্তমানে রয়েছেন একটি আইনি ঝামেলায়। গলায় শেকল পরানো একটি বেজির সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছেন তিনি। এ নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ইতোমধ্যে অভিনেত্রীর ড্রাইভারকে গ্রেফতারও করেছে পুলিশ।

কেআই

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com