অপেক্ষার অবসান। অবশেষে প্রচারে আসছে বহুল আকাঙ্ক্ষিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন। আগামী ১১ মার্চ থেকেই দেখা যাবে নাটকটির সিজন ৪। ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন এর নির্মাতা কাজল আরেফিন অমি। এছাড়া রোববার (৬ মার্চ) সকালে একটি সংবাদ সম্মেলন করেও আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিয়েছে ব্যাচেলর পয়েন্ট টিম।
অমি জানান, ১১ মার্চ রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশন টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব। এরপর রাত ৯টায় সেটা উন্মুক্ত হবে ধ্রুব টিভিতে। প্রতি শুক্র, শনি ও রোববার এই সময়ে নাটকটির নতুন পর্ব প্রচারিত হবে।
এবারের সিজনে নতুন করে দু’জন শিল্পী যুক্ত হয়েছেন। তারা হলেন পারসা ইভানা ও আশুতোষ সুজন। তবে তাদেরকে কেমন চরিত্রে দেখা যাবে, তা এখনই জানাতে নারাজ নির্মাতা। নাটকেই দর্শকরা সেটা জানতে পারবেন। এছাড়া আগের সিজনগুলোর অনেকেই থাকছেন না এবারের সিজনে।
নতুন ব্যাচেলর পয়েন্টে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।
চতুর্থ সিজন নিয়ে দর্শকরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন। তবে যুতসই গল্প সাজানোর জন্য সময় নিয়েছেন নির্মাতা অমি। চিত্রনাট্য লেখার সময়ে তিনি ঢাকা পোস্টকে বলেছিলেন, “কয়েক দিন ধরেই আমি বাসায় বসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে ভাবছি, লিখছি, আবার কাটাছেড়া করছি। সিজন থ্রির জন্য মানুষের এত ভালোবাসা, এত রেসপন্স পেয়েছি যে এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে। কারণ আগের সিজনগুলোর কারণে আমার কাছে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা মেটানোর জন্য আমাকে বেটার কিছু করতে হবে। এবং সেটাই হওয়া উচিত।”