ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জয় বকুল খন্দকারকে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ মার্চ) সকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার (৪ মার্চ) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
আটক জয় বকুল খন্দকার ওই গ্রামের গোলাম রসুল খন্দকারের ছেলে।
প্রসঙ্গত, বকুলের নামে আলফাডাঙ্গা থানায় ৮ লাখ টাকার চেক জালিয়াতির অপরাধে একটি মামলা হয়। সেই মামলায় হাজিরা না দেওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়।