আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডে খেলা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন রেফারিরা। ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছেন। আজ রাতে জরুরি এক সভায় রেফারিরা এই সিদ্ধান্ত নেন।
রেফারিরা বাফুফেকে কয়েকটি দাবি উত্থাপন করেছিল। সেই দাবি পূরণ না হলে সপ্তম রাউন্ড থেকে বাঁশি না বাজানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই অবস্থান থেকে কিছুটা সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত কারণ সম্পর্কে এক রেফারি বলেন, ‘আমরা শুধুমাত্র সপ্তম রাউন্ড খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা ফুটবল ফেডারেশনের অনুরোধে নয়, আমাদের এসোসিয়েশনের সভাপতি মহোদয়ের অনুরোধে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এসোসিয়েশনের সভাপতি নিজে একজন মন্ত্রী ছাড়াও সাবেক রেফারি। তার সম্মানার্থে আমরা শুধু সপ্তম রাউন্ড পরিচালনা করব। এর মধ্যে তিনি ফেডারেশনের সঙ্গে আলোচনা করে এই সংকট সমাধানের চেষ্টা করবেন।’
বাফুফে রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী রেফারিজ এসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুরকে রেফারিদের চলমান সংকটের বিষয়টি অবহিত করেছেন বলে জানা গেছে। এরপর রেফারিজ এসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুর সংগঠনের সম্পাদক সহ দু’একজন রেফারিকে খেলা চালানোর অনুরোধ জানান। তিনি ঢাকা ফিরবেন দুই দিন পর এরপর বাফুফের সঙ্গে আলোচনায় বসতে পারবেন বলে জানা গেছে।