সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ।
তিনি জানান, এসআই দেবাষীশ সূত্রধরকে ক্লোজড করা হয়েছে এবং তাকে দ্রুত পুলিশ লাইনে এসে যুক্ত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে মূলত উজির মিয়া মৃত্যুর ঘটনার কারণে ক্লোজড করা হয়েছে।
এর আগে গত বুধবার ওই এসআই দেবাশীষকে দিরাই থানায় বদলি করা হয়।