যশোরের চৌগাছায় অনুষ্ঠানের ব্যানার দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঢেকে দিয়ে চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ছবি দুটি ঢাকা অবস্থায় ফটোসেশন করা হয়েছে। সেই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কয়েকটি ছবি এ প্রতিবেদকের কাছেও এসেছে।
জানা যায়, (১৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা পরিষদের সদস্য শায়লা জেসমিনের উদ্যোগ ও উপস্থিতিতে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান উপস্থিত ছিলেন।
অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য নাসির উদ্দীন ও উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। এ সময় ফটোসেশন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমানকে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিনের কাছে ছবি ঢাকার বিষয়ে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।
আর অনুষ্ঠানের আয়োজক জেলা পরিষদের সদস্য শায়লা জেসমিন বলেন, এমপি মহোদয়ের দলীয় অনুষ্ঠান ছিল নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। ওখানে এমপি মহোদয়কে দিয়ে সেলাই মেশিন বিতরণ করেছি। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঢাকা কেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।