অভিনেত্রী কাজল আগারওয়াল মা হতে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ইতোমধ্যেই বডি শেমিং ও ট্রলিংয়ের মুখে পড়তে হয়েছে।
এবারে তিনি নিজের বেবি বাম্পের একটি পোস্ট করেছেন। সঙ্গে একটি দীর্ঘ পোস্ট করে তিনি ট্রলারদের একহাত নিয়েছেন।
ওই পোস্টে কাজল তার মা হতে যাওয়া অভিজ্ঞতাকে যেমন তুলে ধরেছেন, তেমনই ট্রলারদেরও বিষয়টি নিয়ে শিক্ষা দিতে চেয়েছেন।
‘সিংঘাম’ ছবির এই নায়িকার মতে, একজন গর্ভবতীকে যে ট্রল করে সে কখনও অনুভূতিপ্রবণ হতে পারে না। এই ধরনের মানুষদের নিজের চরকায় তেল দেওয়া উচিত।
অভিনেত্রীর কথায়, ‘মা হওয়ার পর একজন মহিলার শরীরকে আবার আগের মতো দেখতে সময় লাগে। তাই আমাদের তো অস্বাভাবিক লাগার কথা নয়, আমাদের তো অস্বস্তি হওয়ার কথা নয়।’ ২০২০ সালে ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল।