শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ফেব্রুয়ারি। এই যারা কোম্পানির শেয়ার ধারণ করবেন, তারাই ঘোষিত লভ্যাংশ পাবেন।
চলতি অর্থবছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১২ পয়সা। যা গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ২৬ পয়সা।
এর মধ্যে দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ ২০২১ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। যা গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১৩ পয়সা।
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫ টাকা।