সিএনএম প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে ১২শ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) ভোর ৪টায় ওই এলাকা তাকে আটক করা হয়।
আটককৃত লিপি আক্তার (২৬) একই এলাকার মো. লিটন হাওলাদারের মেয়ে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপি আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে খবর পাওয়া গেছে।
বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।