1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
অবৈধ ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশ উপদেষ্টা সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের সিএমএম আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের প্রত্যেকের সাতদিনের রিমান্ডে পাঠায়। এর আগে, ময়মনসিংহের ধোবাউড়া থেকে আটক করা হয় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আরও পড়ুন: জামিন পেলেন বিচারপতি মানিক পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে। এরপর গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কানাডায় সেক্টর কমান্ডার বীর উত্তম সি আর দত্তের মৃত্যুবার্ষিকী পালিত মানবাধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মাশরাফী বিন মোর্তুজাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার M

ম্যানসিটি-টটেনহামের স্বস্তির জয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৩.৫২ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে
ম্যানসিটি-টটেনহামের স্বস্তির জয়

সিএনএম ২৪ ডটকমঃ

ইংলিশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। শুরুতে পিছিয়ে পড়েও দুই লাল কার্ডের ম্যাচে অ্যাস্টন ভিলাকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। আরেক ম্যাচে নিজেদের মাঠে পিছিয়ে পড়া স্পার্সরা ২-১ ব্যবধানে সাউদাম্পটনকে হারিয়ে অভিষেক জয় উপহার দিয়েছে হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হওয়া অন্তর্বর্তীকালীন কোচ রায়ান ম্যাসনকে।

ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) বিতর্ক ও এই লিগ থেকে সরে দাঁড়ানোর পর প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল দু’দল। এই লিগ ঘোষণার পর এক দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ইউরোপের ফুটবলে। তবে ঘোষণার দুই দিন পর প্রথম দল হিসেবে নাম প্রত্যাহার করে নেয় ম্যানসিটি। তাদের দেখাদেখি পরে প্রিমিয়ার লিগের বাকি পাঁচ ক্লাবও সরে দাঁড়ায়।

গলার ফাঁস হয়ে থাকা সুপার লিগ থেকে মুক্তি পাওয়ার আনন্দটা ভিলার বিপক্ষে জয় দিয়ে সারলেন ইতিহাদের কোচ পেপ গার্দিওলা। এই জয়ের পর তিনি সুপার লিগের ‘চ্যাপটার ক্লোজ’ বলেও জানান। অবশ্য তার দল শুরুতে ধাক্কা খেয়েছিল।

ম্যাচ শুরুর প্রথম মিনিটে ম্যাকগিনের গোলে এগিয়ে যায় ভিলা। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয় সিটিজেনদের। ২২তম মিনিটে ফোডেনের গোলে সমতায় ফিরে তারা। এরপর ৪০তম মিনিটে সিটিকে এগিয়ে দেন রদ্রি। দুটি গোলেই অ্যাসিস্ট করেন বার্নার্দো সিলভা। তবে এগিয়ে যাওয়ার পরপরই ১০জনের দল হয়ে পড়ে সিটি। ৪৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন স্টোনস। অবশ্য ১০ জনের দল নিয়েও জয় পেয়েছে গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে দুই দলের লড়াই হয় ১০ জন নিয়ে। কারণ ৫৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিলার ক্যাশ।

আরেক ম্যাচে টটেনহামের ডাগআউটে অভিষেক হওয়ার ম্যাচে জয় পেয়েছেন কোচ ম্যাসন। অবশ্য প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল তার দলও। ৩০তম মিনিটে ড্যানি ইঙ্গসের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। সেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা। ৬০তম মিনিটে গ্যারেথ বেলের গোলে সমতায় ফেরে টটেনহাম। কোচ ম্যাসনকে জয় উপহার দেন সন হিয়ুং-মিন। ৯০তম মিনিটে কোরিয়ার ফরোয়ার্ডের নেওয়া পেনাল্টি থেকে জয় পায় স্পার্সরা।

এই জয়ে ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে ওঠে এসেছে টটেনহাম। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অটুট রেখেছে সিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের সিএমএম আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের প্রত্যেকের সাতদিনের রিমান্ডে পাঠায়। এর আগে, ময়মনসিংহের ধোবাউড়া থেকে আটক করা হয় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আরও পড়ুন: জামিন পেলেন বিচারপতি মানিক পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে। এরপর গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com