বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চোরাই বাইকের রেজিস্ট্রেশন পরিবর্তন করে বিক্রির সময় যুবক আটক

  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৮.০৯ পিএম
  • ২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মাদারীপুর জেলার শিবচরে চোরাই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন পরিবর্তন করে বিক্রির সময় রাসেল মাতুব্বর (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাসেল মাতুব্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাতরাইল এলাকার খবির মাতুব্বরের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক রাসেল দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে এনে নম্বর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করে বিক্রি করে থাকেন। এরই অংশ হিসেবে শিবচরের চরশ্যামাইল এলাকায় এক ব্যক্তির কাছে চোরাই FZ-3 ভার্সন ব্লু-কালারের একটি মোটরসাইকেল বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে শিবচর থানা পুলিশ চোরাই মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ রাসেলকে থানায় নিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, মোটরসাইকেলসহ রাসেল নামে এক যুবককে আটক করা হয়েছে। বিকেলে তার নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com