সিএনএমঃ
সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে প্রায় ৮৯ লাখ ৪২ হাজার ৬৫০ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
২১-২২ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) এর দায়িত্বধীন সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎপমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছানাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর থেকে বিজিবির বিওপি টিম এসব পণ্য জব্দ করে।
অভিযানে ভারতীয় চিনি, কমলা, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান, আনারসের চারা এবং বাংলাদেশ থেকে শিং মাছসহ চোরাচালান পণ্য আটক করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
তিনি বলেন, ‘এই অভিযানের ধারাবাহিকতায় আমরা উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছি। আটক করা মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।