পিতামাতা
মোহাম্মদ মনির হোসেন
পিতা মোর মরে নাই মাথাও মরে নাই ,
বেঁচে আছি আমি মুই তাদেরই খন্ডন।
পিতা মোর করিয়াছে মাতারে ভন্ডন,
মাতামোর ছাড়ে নাই করিয়াছে মন্ডন।
ভন্ডন আর মন্ডন কাহারোই দোষ নাই,
ইহা তো তারা করে নাই করিয়াছে সমাজন।
ভন্ডন আর মন্ডন তাহাদের ক্ষমা নাই হইয়াছে খন্ডন।
খন্ডনের পাপ কই তবু কেন কোন্দন।
আমি মুই খন্ডন ধরি হাতে হিরা ধন ,
তবু তাই হয়ে যাই নিমিষেই মাটি ধন।
মাটি জং আর বীজ জং তাই বুঝি চারা জং।
চারা জং হয়ে গেল একদিন পচা জং।
পচা জং তাই বুঝি আজ তাই বিযো জং।
বীজ জং হলো একজন ক্রন্দন।
কোনদনকে বলি মুই পারযদি ক্ষমা জন।