সিএনএম প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ায় যৌতুকের দাবিতে মর্জিনা নামের এক গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামাদারকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আশরাফুল সরকার পলাতক রয়েছেন।
নিহত মর্জিনার বাবা আহমদ আলী সরদারের অভিযোগ, ‘আমার মেয়ের সঙ্গে চার বছর আগে আশরাফুল সরকারের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য প্রায়ই আমার মেয়ের ওপর নির্যাতন চালাতো তার স্বামী আশরাফুল। দুই বছর আগে একটি মেয়ে সন্তান জন্ম দেয়ার পর তার ওপর নির্যাতন আরও বেড়ে যায়। সবশেষ মঙ্গলবার রাতে মর্জিনাকে হত্যা করে মুখে বিষ দিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে আশরাফুল ও তার পরিবারের সদস্যরা।’
অভিযুক্ত আশরাফুলের বাবা নেদু সরকারের দাবি, তার ছেলে একটু অবুঝ টাইপের। স্বামী-স্ত্রী গণ্ডগোল হওয়ার কারণে মর্জিনা বাড়ি যেতে চাচ্ছিল তাতে বাঁধ সাধলে তার ছেলে বউ বিষপানে আত্মহত্যা করেছে। তার ছেলে কোথায় আছে তা তিনি জানেন না।
বুধবার (৩১ মার্চ) কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, মঙ্গলবার রাতে আশরাফুল সরকারের স্ত্রী মর্জিনা খাতুন নির্যাতন ও বিষপানে মৃত্যুর খবরে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। গৃহবধূর স্বামীকে এখনো আটক করা সম্ভব হয়নি। মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।