প্রিয় নিঃসঙ্গতা
জাহাঙ্গীর বারী
নিঃসঙ্গ মনে নিঃসঙ্গতার বাস,
মনের ইচ্ছে গুলো প্রতিনিয়ত হয় বিনাশ।
মন কাননে প্রসূনে,
পরাগ গুলো ঝরে যায় সঙ্গোপনে।
ইচ্ছে গুলো মেলে না ডানা,
উড়তে যে তার মানা।
ক্রমাগত বিলীন মিথ্যাচারে,
জরাজীর্ণ মন ঘুরে দ্বারে দ্বারে।
সত্যি একদিন হয়ে যাবো বিলীন,
বেশি দূরে নেই হয়ত সেদিন।
থেমে যাবে জীবনের সব কোলাহল,
জীবন তো বুঝবে না কেবা করেছে ছল।
নিঃসঙ্গতা নিবে ছুটি,
ভেঙে যাবে নিঃসঙ্গতা আর একাকীত্বের জুটি।
বেলা শেষে জীবনের হিসেব কষে,
কি বা পেলাম অবশেষে।
দুস্তর জীবনের প্রতিক্ষণে,
নিঃসঙ্গতা থাকে কিভাবে আমায় বিহনে।
বেদনার তটে জীবন খায় হামাগুড়ি,
দুঃখে ভরে উঠে দুঃখ ঝুড়ি।
আমি নই তো কোনো বিশেষ জন,
তাই এতো দুঃখের আয়োজন।
প্রিয় তুমি আমার নিঃসঙ্গতা,
লেপ্টে থাকো জীবনে, নেই কোনো জড়তা।