1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কামরাঙ্গীরচরে ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান, গ্রেফতার ৭

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ২.০১ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল প্রসাধনীসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এসময় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, কামরাঙ্গীরচর থানার মধ্য ইসলাম নগর আচারওয়ালার ঘাট গলির একটি বাসায় অবৈধভাবে আই লাইনার, কাজল, জেল, লিপিস্টিকসহ বিভিন্ন ভেজাল প্রসাধনী তৈরি করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কামালকে গ্রেফতার করা হয়।

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতার কামাল অবৈধভাবে স্থাপিত ভেজাল প্রসাধনী তৈরির কারখানার কর্মচারী। কারখানার মালিক মো. রিপন ও তার সহযোগী মো. জাবেদ পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
তিনি আরও বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নামে এসব ভেজাল প্রসাধনী ঢাকা মহানগরসহ সমগ্র দেশে তারা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান আরও বলেন, কামালকে গ্রেফতারের সময় ওই ভেজাল কারখানা থেকে বিদেশি ব্র্যান্ডের ২০০ পিস আই লাইনার, ১ হাজার পিচ আই লাইনারের খালি কাচের বোতল, ৫০০ পিস কাজল, কাজলের ১ হাজার পিস খালি কৌটা, কাগজের ডিসপ্লে সিট ১০০ পিস (প্রতি সিটে ১২ পিস লেভেল), কাজলের সোনালী রংয়ের গোল স্টিকার (লেভেল) ১০০ পাতা (প্রতি পাতায় ১৬৫টি লেভেল), আই লাইনার জেল ৩৬ পিস, জেল এর স্টিকার ৩০ পাতা (প্রতি পাতায় ৪০টি লেভেল), বব আই লাইনারের স্টিকার (লেভেল) ১০০ পাতা (প্রতি পাতায় ৭০টি লেভেল), ওয়াটারপ্রুফ কাজল সিট ৫০০ পিস, আরও একটি ব্র্যান্ডের আই লাইনার সিট ৫০০ পিস, লিপস্টিক ৪৮পিস, লিপস্টিকের পলিথিনের ২ রোল ফয়েল ও নামবিহীন ৭০ পিস ভেজাল পকেট বডি স্প্রে জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com