নিজস্ব প্রতিবেদকঃ
ন্যায় বিচারের আলো দেখতে পাননি হিউম্যান রিসোর্স এন্ড হেল্থ ফাউন্ডেশনের মহাসচিব। গত ২০ শে সেপ্টেম্বর দুপুরে কদমতলী থানাধীন ধোলাইপাড় সংলগ্ন গীত-সংগীত সিনেমা হলের সামনে চিহ্নিত নারী পাচারকারীদের হাতে নির্যাতিত হয়ে রাজপথে পড়ে আছেন। এ যেন দেখার কেহ নেই!
এক সাপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশের কোন তৎপর তা দেখা যায়নি।উল্টো হুমকির মুখে।অধ্য পর্যন্ত মামলা হয়নি।