বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের মধ্যে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) রাজধানীর বিটিআরসি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।
বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি টেমবন বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সভায় বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বিটিআরসির কমিশনাররা উপস্থিত ছিলেন।
বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতের অগ্রগতির চিত্র তুলে ধরেন।
বিশ্বব্যাংক প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন— বিশ্বব্যাংকের সিনিয়র ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জেরোমি বেজাইনা, রাজেন্দ্র সিংহ, অপারেশন অফিসার মোহাম্মদ ওয়াইস এবং ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায়।