ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ১ দিন পর সাখাওয়াত হোসেন (৫০) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের একটি মাছের খামার থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সাখাওয়াত হোসেন সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে বাড়িতে না ফেরায় সকালে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেন তার পরিবারের সদস্যরা। পরে স্থানীয় একটি মৎস্য খামারে সাখাওয়াত হোসেনের লাশ বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় দেখতে পান তারা।
ওসি আরও জানান, তার শরীরে কোনো জখমের চিহ্ন নেই। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।