সাবেক অর্থমন্ত্রী, ভাষা সৈনিক, কূটনীতিক, অর্থনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত স্মরণসভায় বক্তারা বলেছেন, ‘মুহিত ছিলেন সৎ, আদর্শবান ও স্পষ্টবাদী মানুষ। তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস রাখতেন। তার হাত ধরেই বাংলাদেশের অর্থনীতি আজ সমৃদ্ধির সোপানে।’
সম্মিলিত নাগরিক উদ্যোগে শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় সিলেটের রাজনীতিবিদ, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
আবুল মাল আবদুল মুহিতের জীবনের ওপর তৈরি ডকুমেন্টারি ‘দ্য লিজেন্ড’ উপস্থাপনের মাধ্যমে স্মরণসভার কার্যক্রম শুরু হয়। এতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমি উনার অধীনে দীর্ঘদিন কাজ করেছি। সেজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমাদের সমাজে আঞ্চলিকতার বিষয়টি থাকলেও আবুল মাল আবদুল মুহিত তা থেকে মুক্ত ছিলেন। তিনি দেশের প্রতিটি এলাকার উন্নয়নে কাজ করেছেন। যা আমাদের জন্য বড় শিক্ষা।’
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘দেশের অর্থনীতির বুনিয়াদ তৈরিতে কয়েকজন মানুষের মধ্যে মুহিত ভাই ছিলেন অন্যতম। তিনি আজীবন মানুষের মঙ্গল চিন্তা করেছেন, ভেবেছেন। সেই ভাবনা অনুযায়ী মানুষের জন্য কাজও করে গেছেন। তার জীবনের আদর্শ ছিল সততা ও আন্তরিকতায় ভরপুর।’
তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস রাখতেন। অত্যন্ত স্পষ্টবাদী মানুষ ছিলেন মুহিত ভাই। তার সততার আদর্শ ধারণ করে নিয়ে এগিয়ে যেতে হবে।
সম্মিলিত নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আবুল মাল আবদুল মুহিতের জীবনী পাঠ করেন সিলেট মহিলা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট বাচিক শিল্পী প্রফেসর শামিমা আখতার চৌধুরী। পরে প্রয়াত আবুল মাল আবদুল মুহিত স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোক সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রানা কুমার সিনহা। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
বক্তব্য দেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, আবুল মাল আবদুল মুহিতের বোন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে মুহিতের সহধর্মিণী সৈয়দা সাবিয়া মুহিতসহ পরিবারের সদস্য ও সিলেটের বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেন।