পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৫ জুন) রাত ২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবু জাফর প্রদীপ ওই এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি একাধারে দলিল লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। তিনি দৈনিক সরেজমিন পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তার এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয়। রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। খবর শোনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।