রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২, ১০.১৮ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

নাশকতার পরিকল্পনা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেপ্তার দুই নেতা হলেন- ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক আব্দুর রহমান বাবু।

শুক্রবার (২০ মে) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ মে) রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

একরাম আলী মিয়া বলেন, গতকাল শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে বলে আমাদের গোপন তথ্য এসেছে। সেই তথ্যের ওপর ভিত্তিতে থানার একটি টিম সেখানে গেলে ছাত্রদলের সদস্যরা পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা করে।

তিনি বলেন, পরে সেখান থেকে আজিজুর রহমান আজিজ ও আব্দুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com