ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের হার্টের অবস্থা ‘ভালো না’। আর এ জন্য তার উন্নত চিকিৎসার সুপারিশ করেছেন সম্রাটের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
সোমবার মেডিকেল বোর্ডের সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান এ তথ্য জানান।
তিনি বলেন, সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের হার্টের অবস্থা ভালো না, তিনি এখনও চিকিৎসাধীন, পুরোপুরি সুস্থ নন। কিছু ওষুধ পরিবর্তন করে দেওয়া হয়েছে। তবে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগবে।
পরবর্তী চিকিৎসা কী হবে- এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আজ সকালেও সম্রাটের চিকিৎসকরা পর্যবেক্ষণ করেছেন। তার চিকিৎসার বিষয়ে বোর্ড মিটিং হয়েছে। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, তার উন্নত চিকিৎসা দরকার। তা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে। উন্নত চিকিৎসার জন্য পরিবার চাইলে দেশের বাইরে নিতে পারে।
উল্লেখ্য, ক্যাসিনো কাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রায় ৩২ মাস কারাভোগের পর গত বুধবার জামিনে মুক্তি পান। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার জামিনের কাগজপত্র বিএসএমএমইউতে পাঠানো হয়। গত দেড় বছর তিনি বঙ্গবন্ধু মেডিকেলে কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এরপরই সম্রাটের কেবিনের সামনে থেকে কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়। এর আগে অস্ত্র, মাদক ও অর্থপাচার এবং সর্বশেষ অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পান তিনি। পরদিন বৃহস্পতিবার সম্রাটের উন্নত চিকিৎসা দরকার বলে এক সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান ও সম্রাটের চিকিৎসকরা।