ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ রাজধানী ছেড়েছেন। এতে সড়ক ফাঁকা হয়ে যাওয়ায় গাড়ির বেপরোয়া গতির কারণে সাতসকালেই ঘটেছে দুর্ঘটনা।
জানা গেছে, রোববার (১ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার সামনে দুটি প্রাইভেটকার দুর্ঘটনা শিকার হয়েছে। দুর্ঘটনায় দুটি গাড়ির চালক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মিজান বলেন, আজ সকালে আমাদের থানার একটু দূরে বেপরোয়া গতির কারণে দুটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ি দুটিই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চালকরা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, রাস্তা থেকে গাড়ি দুটি এখনো (সকাল পৌনে ৯টা) সারানো যায়নি। রেকার পথে আছে, আসার পর গাড়ি দুটি রাস্তা থেকে সরানো হবে। দুর্ঘটনার কারণে এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।