রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপরে ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানবন্ধনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানবন্ধনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩ দফা দাবিতে বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নিলক্ষেত মোড়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন পালন করা হবে।
দাবিগুলো হলো-
১. শিক্ষার্থীদের গালমন্দ করা এডিসি হারুনের অপসারণ।
২. শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনে আওতায় আনতে হবে।
৩. ঢাকা কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ঠিক রাখা এবং পুলিশসহ হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় লাগাতার কর্মসূচি চলবে।