বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কলেজছাত্রীকে গণধর্ষণ, শিক্ষক বরখাস্ত

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৯.৫০ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

অভিযুক্ত জোবায়ের হোসেন

শেরপুরে কলেজছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি প্রভাষক জোবায়ের হোসেনকে (২৮) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) বিকেলে নকলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অন্যদিকে একই মামলায় গ্রেপ্তার অপর আসামি বাড়ির মালিক লুৎফর রহমানকে (৩৫) একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার দুপুরে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন এ অনুমতি দেন।

প্রসঙ্গত, নকলা চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে একই কলেজের প্রভাষক জোবায়ের হোসেন গত (৩০ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে বাসার মালিক লুৎফর রহমান ও তার বন্ধু আবু রাহাত তাদের কক্ষে প্রবেশ করে এবং ঘটনা দেখে ফেলাসহ তা ভিডিওতে ধারণের কথা বলে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে শিক্ষক জোবায়ের, বাসার মালিক লুৎফর রহমান ও তার বন্ধু আবু রাহাতকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে কলেজশিক্ষক ও বাসার মালিককে গ্রেপ্তার করে। তবে এখনও পলাতক রয়েছেন অপর আসামি আবু রাহাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com