চট্টগ্রামের বাকলিয়ায় দুই বছরের শিশু আবদুর রহমান আরাফ হত্যা মামলায় রায় ঘোষণা হয়নি আজ। রায় ঘোষণার জন্য আগামী ২৮ এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন এই আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি প্রবীর কুমার ভট্টাচার্য। তিনি বলেন, আজকে আরাফ হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ ছিল। রায় প্রস্তুত না হওয়ায় আদালত আজ রায় ঘোষণা করেননি। ২৮ এপ্রিল এই মামলাটির রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
তিনি বলেন, ২০২০ সালের ৬ জুন চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় দুই বছরের শিশু আবদুর রহমান আরাফকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় আমাদের পক্ষে ২০ জন সাক্ষী দিয়েছেন। আসামি পক্ষে ১০ জনের সাফাই সাক্ষ্য হয়েছে। এই মামলায় চার্জশিট হয়েছিল ২০২১ সালের ১০ মার্চ।
তিনি আরও বলেন, মামলার তিন আসামির মধ্যে ফরিদ ও নাজমা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। হাসান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাইরে ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ জুন বিকেলে ঘরের সামনের পার্কিং থেকে ভবনের ছাদে নিয়ে গিয়ে পানির টাংকি থেকে ফেলে আরাফকে হত্যা করে আসামিরা। আরাফরা নুরুল আলম নামের একজনের আটতলা ভবনের ভাড়াটিয়া ছিলেন। হত্যার পর ভবনটির বাসিন্দা নাজমা বেগম, তার ছেলে, বাড়ির দারোয়ান হাসান ও তাদের পাশের ভবনের বাসিন্দা ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। তখন নাজমা বেগম আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
জবানবন্দিতে তিনি বলেছিলেন, বাড়িওয়ালা নুরুল আলমকে ফাঁসাতে আরাফকে হত্যা করা হয়। নাজমা আদালতে দেওয়া জবানবন্দিতে আরও বলেছিলেন ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় অর্থের লোভ এবং পাশের ভবনের বাসিন্দা ফরিদের প্রলোভনে বাড়িওয়ালাকে ফাঁসাতে এ ঘটনা ঘটিয়েছেন তিনি ।
১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নুরুল আলম মিয়া ছিলেন আটতলা ভবনটির মালিক। তাকে মামলায় ফাঁসাতে শিশু আরাফকে হত্যা করা হয়। আরাফরা নুরুল আলম ভবনের ভাড়াটিয়া ছিলেন।