সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার বিচারপতি হিসেবে মনোনীত হয়েছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অবকাশকালে চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের চলমান অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ২২ মার্চ ও ২৯ মার্চ সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি নেবেন।