চট্টগ্রাম: লাকসাম রেলওয়ে থানা ও কুমিল্লা রেলওয়ে পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় থাকা ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
একইদিন লাকসাম রেলওয়ে থানার এটিএসআই মতিউল ইসলাম ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি ট্রেনে ‘গ’ বগির টয়লেটের পাশে ট্রলির মধ্যে কসটেপ মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বাংলানিউজকে বলেন, পৃথক দুটি অভিযানে ৪৬ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়েছে।