সিএনএম প্রতিনিধিঃ
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ দালাল চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢামেক হাসপাতাল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা ঢামেক হাসপাতালের রোগীদের দালাল চক্র প্ররোচনা ও প্রলোভন দেখিয়ে অন্য হাসপাতাল কিংবা আশপাশের ক্লিনিকে নিয়ে যায়। প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। দালালচক্র একটি নির্দিষ্ট পরিমাণ কমিশনও পেয়ে থাকে। পাশাপাশি যেসব রোগীদের হাসপাতলে বা ক্লিনিকে নিয়ে যায়। তারা ঠিকমতো চিকিৎসা না হওয়ার সঙ্গে অনেকেই হয়রানির শিকার হচ্ছে। অনেকেই দীর্ঘদিন অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
র্যাব থেকে জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে দালালদের আটকের ও দোষ স্বীকার করায় ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।