সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে চাকরি ও ব্যবসার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
বুধবার (২ জুন) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান। গ্রেপ্তাতকৃতরা হলেন- সুজন ভূইয়া (৪৫), আব্দুল কাদের (৫৫) ও হারুন অর রশিদ সাগর (৫২)।
সাইদুর রহমান বলেন, এ তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। চক্রটি প্রথমে রাজধানীর অভিজাত এলাকায় অফিস ভাড়া নেয়। তারপর তারা আমলাসহ বিভিন্ন পেশার সাবেক কর্মকর্তাদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাদের চাকরির প্রস্তাব দিয়ে অফিসে ডাকে।
তিনি আরও বলেন, সার্বক্ষণিক গাড়ির সুবিধাসহ উচ্চ বেতনে সম্মানজনক চাকরির প্রলোভন দেখায়। কিছু দিন পর তাদের ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব দেয়। রাজি হলে মূলধন বাবদ তাদের থেকে ধাপে ধাপে ১০ লাখ থেকে ৪০ লাখ টাকা নেয়। এক পর্যায়ে অফিস বন্ধ করে পালিয়ে যায়।