সিএনএম প্রতিনিধিঃ
চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে নগরীর বাকলিয়ার চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৯শত ৭৫ পিস ইয়াবাসহ মোঃ রফিকুল ইসলাম রফিক(১৯) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মে) বিকালে নগরীর চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. রফিকুল ইসলাম কক্সবাজার জেলার ঈদগার মৃত আমির হাকিম ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, লকডাউনের মধ্যেও মাদক পাচার থেমে নেই। অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর তত্বাবধানে পাঁচলাইশ সার্কেলর পরিদর্শক তপন কান্তি শর্মার নেতৃত্বে বাকলিয়া থানার চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম রফিককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ সার্কেলর পরিদর্শক মোঃ তপন কান্তি শর্মা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮অনুযায়ী বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন বলেও জানান তিনি।