সিএনএম প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি কে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৫ মে) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া এলাকার মোঃ আয়ুবের ছেলে মোহাম্মদ জাবেদ (৩০) ও একই এলাকার মৃত নবী হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৫ টার দিকে টেকনাফ মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ আই জায়েদ হাসানের নেতৃত্বে সদরের দক্ষিণ ডেইল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই দুই আসামি কে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত দুই আসামি বিরুদ্ধে বিশেষ দায়রা মামলা নং ৩৩৯/১৫ মাদক মামলা ৬৭ (১) ১৫ সাজাপ্রাপ্ত ৫ বছরের পলাতক আসামি।
আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামিদের কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে।