সিএনএম প্রতিবেদকঃ
বগুড়ার শেরপুরে বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মহিপুর কলোনি গ্রামের আনোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী হেলেনা বেগম (৪৮), ছেলে নুরুজ্জামান নয়ন (৩১) ও প্রতিবেশী মোতাহার হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৬)।
স্থানীয় সূত্র জানায়, বাড়িতে গ্যাস শেষ হয়ে যাওয়ায় নতুন সিলিন্ডার নিয়ে এসে সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে বাড়িতে আগুন ধরে তারা দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বলেন, দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ ছিল। নতুন সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে চারজন দগ্ধ হন।