গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরের বরমী জনতার মোড় এলাকায় মমিন উদ্দিন (৪৩) নামের এক ভুয়া মেডিক্যাল টেকনোলজিস্টকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ আদেশ দেওয়া হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ।
আদালত সূত্র জানায়, বরমী জনতার মোড় এলাকায় নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানে মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে কাজ করেন মমিন উদ্দিন। তিনি কোনো বৈধ মেডিকেল টেকনোলজিস্ট না হয়েও সেখানে সেবা দিচ্ছিলেন- এমন তথ্য পায় উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে ভুয়া মেডিক্যাল টেকনোলজিস্ট হিসাবে সনাক্ত করা হয়।
আদালত জানতে পারেন যে, জনৈক নজরুল ইসলাম নামের এক মেডিক্যাল টেকনোলজিস্টের স্বাক্ষর নকল করে তিনি ১১ বছর ধরে বিভিন্ন রিপোর্ট দিয়ে আসছিলেন।