সিএনএমঃ
শরীয়তপুরের ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মনির ফকির’কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীর ঝিকরকাঠি এলাকায় বসবাসকারী রাসেল সরদারের (৩৭) সাথে একই থানাধীন মনির ফকির (৩৫), পিতা-মো. মোতালেব ফকির @ মতলা, সাং-কানাইকাঠি, থানা-ডামুড্যা, জেলা-শরিয়তপুর এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসতেছিল। উক্ত বিরোধের জের ধরে ও আক্রোশে সঙ্ঘবদ্ধ হয়ে মনিরসহ অপরাপর আসামীরা গত ২৭/০৯/২০২৪ দুপুর আনুমানিক ১২.২০ ঘটিকায় শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন কানাইকাঠি এলাকায় অবস্থিত ভাংগা ব্র্রীজ নামক স্থানে জনৈক স্বজলের সেলুনের দোকানে প্রবেশ করে ভিকটিম রাসেল সরদারকে চাপাতি, ছুরি ও লোহার রড দিয়ে এলোপাথারি আঘাত করে। আসামী মনির ধারালো ছুরি দ্বারা ভিকটিম রাসেল সরদারের মাথার ডান ও বাম পাশে কোপ মারিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ভিকটিম রাসেল সরদারের ডাকচিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে আসলে মনিরসহ অপরাপর আসামীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজন ভিকটিম রাসেলকে ঘটনাস্থল হতে মুমূর্ষ অবস্থায় অটোযোগে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শেরে বাংলা নগরে রেফার করেন। গত ২৮/০৯/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকায় জাতীয় অর্থপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম রাসেল সরদার মৃত্যু বরণ করে।
উক্ত ঘটনার পর মৃত রাসেল সরদারের ভাই ওয়াসিম সরদার আসামী মনির ফকিরসহ ০৮ জন আসামী এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নম্বর-০৫, তাং-২৯/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০। ইতোমধ্যে হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ০২:১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-০৮ এর সহযোগীতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শরীয়তপুর জেলার ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল সরদার হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মনির ফকির (৩৫),পিতা-মো. মোতালেব ফকির @ মতলা, সাং-কানাইকাঠি, থানা-ডামুড্যা, জেলা-শরিয়তপুর‘কে গ্রেফতার করে।