বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫.৫৫ পিএম
  • ১১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর পাহাড়তলী আবদুল লতিফ সড়কের মাইট্টাইল্যা গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মোহাম্মদ আলী (২৪) ও মো. সুজন (২৪)।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সিএমপির জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেজ আজিজ জানান, শুক্রবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর করে জানানো হয়, মাইট্টাইল্যা গলিতে স্থানীয় জাবেদ গ্রুপের সঙ্গে মোহাম্মদ আলী গ্রুপের সংঘর্ষ চলছে।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলী এবং মো. সুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চায়নিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারদের শনিবার দুপুরে আদালতে হাজির করা হয় বলেও জানান এডিসি তারেক আজিজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com