সিএনএম প্রতিনিধিঃ
গণনেতৃত্ব বিকাশে ও দলীয় প্রতীক নিয়ে হানহানি এবং ভোটের নামে প্রহসন বন্ধ করতে স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে দলীয় প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক নির্বাচন করার দাবি জানিয়েছেন হানিফ বাংলাদেশী।
২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।
হানিফ বাংলাদেশী বলেন, “দলীয় প্রতীক পাওয়ার জন্য অর্থ লেনদেন হয়, দলগুলো মার্কা বাণিজ্য করে, পরে এই অর্থ উত্তোলনে বিজয় প্রতিনিধিরা দুর্নীতির আশ্রয় নেয়। সরকার দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক পেলে নিজেকে প্রাথমিক বিজয় মনে করে, এটা ভোটাদের প্রতি এক ধরনের অবমাননা। সরকার দলীয় প্রার্থীরা সব নিয়ম কানুনকে তুচ্ছ করে এবং সরকার দলীয় মার্কার প্রতি প্রশাসনের দুর্বলতা থাকে।”
তিনি জনগণেন প্রতি আহ্বান জানিয়ে বলেন, “স্বাধীনতার ৫০ বছর যাবৎ সব দলই কম-বেশি জনগণের ভোটাধিকার লুন্ঠন করেছে, যে সব দল আমাদের ভোটাধিকার হরণ করেছে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিবেন না। তাদের প্রতাখ্যান করে সমাজে নিবেদিত যে সকল স্বতন্ত্র প্রার্থী থাকবে তাদের ভোট দিন। ভোট প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার। ভোটাধিকার রক্ষায় দেশব্যাপী মার্চ ফর ডেমোক্রেসি পালন করছি।”