সিএনএম ( টেকনাফ) ;
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ থেকে ২৯ জন রোহিঙ্গাসহ ৪ দালালকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে টেকনাফের বাহারছড়া হলবনিয়া ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ৪ জন ট্রলার মাঝি ও দালাল। বাকি ২৯ জন রোহিঙ্গা, যার মধ্যে ৩ জন নারীও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার আশিক আহমেদ।
জানা যায়, বিভিন্ন সময়ে দালাল চক্রের হাতে পড়ে এসব লোকজন মালয়েশিয়া যাওয়ার রঙিন স্বপ্ন দিয়ে আটকে রাখে। এভাবে আটকে রাখা অবস্থায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় টেকনাফ পৌর এলাকার বাস টার্মিনালের পাশের নাফ নদীর কূল ঘেঁষা জনৈক জামাল উদ্দিনের বসত বাড়ি থেকে বিজিবি ও পুলিশ আটক করেছে ২২ জনকে। যারা কি না মালয়েশিয়া যাওয়ার প্রহর গুনছিল। এদের মধ্যে ১৫ জন বাংলাদেশি আর ৭ জন রোহিঙ্গা ছিল।
একইভাবে মঙ্গলবার (৪ অক্টোবর) ১৫ দিনের ব্যবধানে পশ্চিম বিচের বাহারছড়া হলবনিয়া ঘাটের পাশে সাগর ভিড়েছে অবৈধভাবে মালয়েশিয়াগামী লোকজনসহ ফিশিং ট্রলার। সেখান থেকে কোস্ট গার্ডের সদস্যরা আটক করেছে ৩৩ জনকে। এদের মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি রয়েছে। এখানে কক্সবাজারের মহেশখালীর ঠিকানা ব্যবহারকারী ৪ জন দালালও রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।