মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে অর্থায়ন করবে না জাপান সরকার। তবে চলমান প্রকল্পে তারা অর্থায়ন চালিয়ে যাবে বলে জানা গেছে।
জাপান সংবাদমাধ্যম দ্য জাপান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গ্রিনহাউস গ্যাস নির্গমনের একটি প্রধান উৎস। পরিবেশের জন্য ক্ষতিকর এই প্লান্টে অর্থায়ন করে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে জাপান। তাই দেশটি এই ধরনের প্রকল্পে নতুন করে আর অর্থায়ন করবে না।
এরই পরিপ্রেক্ষিতে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ও ইন্দোনেশিয়ার ইন্দ্রময়ু প্লান্টে নতুন করে অর্থায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব হিকারিকো ওনো এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঋণের বিষয়ে এই ধরনের প্রকল্পগুলোতে আমরা আর এগোতে পারি না।
গত বছর জুনে গ্রুপ সেভেনের সম্মেলনে জাপান প্রতিশ্রুতি দেয়, তারা তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন করে সহযোগিতা করবে না। এরপরই এই সিদ্ধান্ত জানানো হলো।