সিএনএম প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রঘুনাথপুর বাজারে আগুনে ৫টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং জর্দার কারখানাসহ বিভিন্ন কেমিকেলসামগ্রী থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস জানায়।
জানা যায়, নারায়ণগঞ্জের রঘুনাথপুর বাজারে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় পাঁচটি দোকান। কোনো হতাহত না হলেও শেষ হয়ে যায় দোকান মালিকদের সব সম্বল।
উল্লেখ্য আর একই স্থানে এর আগেও কমপক্ষে দুবার আগুন লেগেছে জানিয়ে স্থানীয়রা। তাদের অভিযোগ, আশেপাশে আবাসিক স্থাপনা থাকায় জর্দার কারখানা সরানোর জন্য বারবার দাবি জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিস মনে করে, আগুনের তীব্রতা ছড়িয়ে দিয়েছে বিভিন্ন কেমিকেলসামগ্রী।
রাতে চেষ্টা করেও কারখানা সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার।