নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে এ গণঅবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ কথা জানান।
তিনি বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১৬ থেকে ১৭ এপ্রিল দেশব্যাপী গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় ঢাকার পল্টন মোড়ে গণঅবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হবে।