সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের দশ কেজি আফিমসহ মো. সাইফুদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭টায় র্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে পলিথিনের প্যাকেটের ভেতরে ১০ কেজি আফিম পাওয়া যায়। এর মূল্য প্রায় ১ কোটি টাকা। এছাড়াও দুটি মোবাইল জব্দ করা হয়।
র্যাব- ২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত যুবক অনেকদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে মূলত রাজধানীর বড় বড় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে মাদক বিক্রয় করে থাকে। ভবিষ্যতে র্যাব- ২ এর এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।