সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীর কেরানীগঞ্জের পূর্বচরাইল খেলার মাঠের পাশের তিনতলা ভবনটি ধসে পড়ে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ঘটনাস্থলে উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরইমধ্যে সাত জনকে উদ্ধার করেছে। ক্ষতিগ্রস্থ ভবনের পাশে মোট পাঁচটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে লোকজন সরিয়ে ফেলা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।
সকালে কেরানীগঞ্জের পূর্ব চড়াই স্কুল মাঠের পাশের এই তিন তলা ভবনটি ধসে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান জানান, তিন তলা ভবনটিতে একটি পরিবার বসবাস করছিল বলে জানা গেছে। কিন্ত ওই পরিবারে কতজন সদস্য ছিলেন তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস আহত অবস্থায় উদ্ধার পাঁচ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম গণমাধ্যমকে জানান, উদ্ধার সাতজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো বলে জানান তিনি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, মধ্য চরাইল এলাকায় ভবন ধসের ঘটনায় এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।