আইপিএলের জন্য তারকাদের পাচ্ছে না অস্ট্রেলিয়া, এমন একটা গুঞ্জন আগে থেকেই ছিল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করতেই নিশ্চিত হলো বিষয়টা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও ডেভিড ওয়ার্নারদের পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। ডাকা হয় নি ম্যাথিউ ওয়েডকেও।
তাদের অনুপস্থিতিতে ট্র্যাভিস হেডকে ডাকা হয়েছে দলে। যার ফলে ২০১৮ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ চলে এসেছে তার সামনে। জশ ইংলিসকে ডাকা হয়েছে দলে। ওয়েডকে না ডাকার ফলে তার সামনে সুযোগ এসেছে টি-টোয়েন্টিতে খেলার।
আগামী ২৯ মার্চ থেকে যখন পাকিস্তানের মাটিতে সীমিত ওভারের সিরিজে খেলবে অস্ট্রেলিয়া, গ্লেন ম্যাক্সওয়েল তখন বসবেন বিয়ের পিড়িতে। সে কারণে তাকেও ডাকা হয়নি পাকিস্তান সফরের এই দলে।
প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউডকে রাখা হয়নি এই দলে। যার ফলে শন অ্যাবট, জ্যাসন বেরেনডর্ফ, ন্যাথান এলিসকে ডাকা হয়েছে দলে। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও আছেন অজিদের শিবিরে, এক ওয়ানডে খেলার পর থমকে গিয়েছিল তার ওয়ানডে ক্যারিয়ার, সেটা আবারও শুরু করার সুযোগ আজ তার সামনে।
তবে এই সিরিজে নাম না থাকলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আগামী ৬ এপ্রিল পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচে মাঠে নামতে পারবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম মেনেই খেলা থেকে বিরত থাকতে হবে তাদের।
এতেও অবশ্য সমস্যা নেই। গতকাল ক্রিকবাজ জানিয়েছিল, পাকিস্তানের মাটিতে যখন সিরিজ চলবে, তখন কোয়ারেন্টাইন বিধিনিষেধ পালন করবেন অজি ক্রিকেটাররা।
পাকিস্তান সিরিজে দলের সঙ্গে থাকা ক্রিকেটারদের মধ্যেও ৫ জন সফর শেষে খেলবেন আইপিএলে। তবে তখন তাদের বাড়তি কিছু দিন গুণতে হবে কোয়ারেন্টাইনে। এই পাঁচ ক্রিকেটার হলেন, অ্যাবট, এলিস, বেরেনডর্ফ, মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস।
সিরিজটি হচ্ছে উপমহাদেশের মাটিতে। সেই চ্যালেঞ্জ তো থাকছেই, খোদ ওয়ানডে ফরম্যাটটাই বড় চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দিতে পারে অস্ট্রেলিয়ার সামনে। শেষ এক বছরে যে মাত্র একটা ওয়ানডে সিরিজই খেলেছে অস্ট্রেলিয়া! নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ছিল দলটির, তবে কোয়ারেন্টাইন জটিলতার কারণে বাতিল হয়ে গেছে সেটি।
স্কোয়াড- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জ্যাসন বেরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।