ঢাকা: রাজধানীর মিরপুরে দারুসসালাম মাজার রোড প্রথম কলোনির একটি বাসায় হারিচা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় রিকশাচালক স্বামী এহিয়া মোল্লাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার উপ পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল। মাজার রোড প্রথম কলোনি একটি বাড়ির দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের ছেলে এবং তার বউ থাকতেন।
সুলতান মাহমুদ শাকিল জানান, শুক্রবার দিনগত রাতে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে মাথায় ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারিচা বেগম মারা যান।
তিনি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে বউকে নিয়ে তাদের ছেলে একই বাসায় থাকতেন। ঘটনার সময় হারিচা ও তার স্বামী এহিয়া দরজা আটকে ঝগড়া করছিলেন। একপর্যায়ে এহিয়া তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় এহিয়াকে আটক করা হয়েছে।
নিহতের স্বামী এহিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর এসআই সুলতান আহমেদ শাকিল আরও জানান, এহিয়ার গ্রামের বাড়ির জমিজমা নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এসময় হারিচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন তিনি।
এছাড়া আরও কোনো কারণ আছে কিনা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।