ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলায় যোগাযোগ দক্ষ এমন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র কমিউনিকেশন অফিসার ও বেঙ্গলি স্পোকপারসন। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : পলিটিকাল সায়েন্স, কিমউনিকেশনস, মিডিয়া, জার্নালিজম, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ডেভেলপমেন্ট স্টাডিজ বা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে বা সমমান পেশায় অভিজ্ঞ হতে হবে।
কমিউনিকেশন স্ট্রেটেজি ও সিনিয়র মিডিয়া স্টোকহোল্ডার হিসেবে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে বাংলাদেশি মিডিয়া সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও শীর্ষস্থানীয় মিডিয়া হাউজের সঙ্গে সম্পর্ক থাকতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিশেষ করে ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করায় পারদর্শী
হতে হবে।
কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজ জানতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১,৬১,৩৭৯ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ ফেব্রুয়ারি, ২০২২