শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

গাঁজাসহ নারী গ্রেফতার, ৪৮ হাজার টাকা উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৪৮ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ :
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী সোনিয়া (২২) কে বিপুল পরিমানে গাঁজা সহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৫ই ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪ টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর শেরেবাংলা রোডে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী সোনিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত (ঢাকা-মেট্রো-গ-২৫-৮৪১৭) নামে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী সোনিয়া নাটোর জেলার সিংড়া থানার চাদপুর গ্রামের মাহাবুবের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে ফতুল্লা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে ওসি (অপারেশন) সঞ্জয় কুমার, ওসি (আইসিপি) মহসিন, এস.আই শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর শেরেবাংলা রোডের বাবু মিয়ার ভাড়াটিয়া মাহাবুবের ঘরে অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহাবুব পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী সোনিয়া কে গ্রেফতার করে পুলিশ।তার স্বীকারোক্তি মতে শোবার কক্ষ হতে কয়েকটি প্যাকেটে মোড়ানে সাড়ে ১৬ কেজি গাঁজা ও তার দেখানো মতে প্রাইভেট কারের ভিতর থেকে প্যাকেটে মোড়ানো সাড়ে ৩ কেজি সর্বমোট ২০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।তার নিকট হতে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা একটি প্রাইভেট কার ও নগদ ৪৮ হাজার টাকা সহ সোনিয়া নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে সোনিয়া ও তার স্বামী মাহাবুবের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com